যদি তার সতিপর্দা ছিড়ে গিয়ে থাকে তাহলে পরবর্তীতে রক্তক্ষরণের সম্ভাবনা কম। তবে পার্টনারের তাড়াহুড়ার কারণেও রক্তক্ষরণ হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

সতিচ্ছেদ একবারই হয় যদিনা সর্জারী করে তা আবার ঠিক করা হয়। বাংলাদেশে এখনো সিওডো ভার্জিন সার্জারী ব্যাপক জনপ্রিয়তা পায় নি। কাজেই ছয় মাস পর আর রক্ত বের হওয়ার সম্ভাবনা নেই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

হ্যা প্রথম মিলনের পর পরবর্তী মিলনেও রক্তপাত হতে পারে।কারন কারও সতীচ্ছেদ পর্দা একটু বেশি ফাকা থাকতে পারে এবং পেনিসের আকৃতি/সেক্সের ধরন অনুযায়ী প্রথম ক্ষেত্রে সতীচ্ছেদ পর্দা নাও ছিড়তে পারে।সেক্ষেত্রে পরবর্তীতে সেক্স করলে সতীচ্ছেদ ছিড়ে রক্তপাত হতে পারে।[মজার ব্যপার হলো কিছুক্ষেত্রে অনেকের(অল্পসংখ্যক) কয়েকবার সেক্স করার পরও সতীচ্ছেদ অক্ষত থাকতে পারে]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ