Share with your friends
Waruf

Call

NaCl একটি আয়নিক যৌগ এটি Na+ এবং Cl- আয়ন দ্বারা গঠিত। অপর দিকে পানি হচ্ছে পোলার যৌগ অর্থাৎ পানিও H+ এবং OH- আয়নে বিভাজিত হয়। ফলে Na+ টি OH- আয়ন দ্বারা পরিবেষ্ঠিত হতে চায় বলে Na+ আয়ন Cl- থেকে মুক্ত হয়ে আসে। কিত্নু সক্রিয়তা সিরিজে Cl এর সক্রিয়তা বেশি বলে সাম্যবস্থায় পানিতে আয়ন হিসাবে মুক্ত হয়। পুর্নভাবে কোন বন্ধন গঠন করেনা। এ কারনে NaCl পানিতে খুব ভালভাবেই দ্রবীভূত হয়।

Talk Doctor Online in Bissoy App