Call

বরফের ঘনত্ব পানির ঘনেত্তের চেয়ে কম,  মানে ভরের তুলনায় আয়তন বেশি বরফ গলে গেলে পানি হয়ে যাবে পরে বরফটা পানির আয়তনে মানে ছোট আয়তনে হয়ে যাবে ফলে উচ্চতা কমে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না পানির উচ্চতার কোনো পরিবর্তন হবে না।কারণ বরফটি যতটুকু পানি নিয়ে বরফে পরিণত হয়েছে বরফটি বিকারে থাকা পানির উপর ততটাই জায়গা নিয়ে আছে।তাই বরফ পানিতে পরিণত হলে এর উচ্চতার কোনো পরিবর্তন হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

সঠিক উত্তরটা বাড়বে বা কমবে এভাবে বলা যাবেনা। যেহেতু আপনি কোন শর্ত দেননি তাই ধরি বিকারে বরফ পানিতে ভাসমান অবস্থায় পানির উচ্চতা ৫০০ ml দাগ পর্যন্ত। এখন এখানে দুটো বিষয় জড়িত। এক বরফ পানিতে ভাষার সময় ৪ ভাগের তিন ভাগ পানির নিচে নিমজ্জিত থাকে আর এক ভাগ উপরে থাকে। কাজেই নিমজ্জিত অবস্থায় ৫০০ ml দাগ পর্যন্ত পানির উচ্চতা। এখন পানির উপরের ভাসমান ১ ভাগ পানি গলে গেলে তা অবশ্যই  পানির উচ্চতা ৫০০ ml থেকে বাড়িয়ে দেবে। অপরদিকে আমরা জানি পানির চেয়ে বরফের ঘনত্ব কম। অর্থাৎ পানি বরফ হলে তার আয়তন না কমে বরং বৃদ্ধি পায়। কাজেই বরফ গলে গেলে ৩ ভাগ বরফ পানির নিচে যে যায়গা নিয়াছিল, পানিতে পরিনত হয়ে আয়তন কমে যেয়ে পানির উচ্চতা কমিয়ে দেবে। এবং উপরে ভাসন্ত এক ভাগ বরফের পানি সেই উচ্চতা পুরন করে দেবে। ফলে পানির উচ্চতা সমান থাকবে। তবে প্রশ্ন যদি এমন হত যে ৫০০ মি.লি. দাগ পর্যন্ত পুরাটাই বরফ কোন পানি নাই, তাহলে গলে পানিতে পরিনত হলে আয়তন কমে পানির উচ্চতা ৫০০মি.লি. দাগের নিচে আসত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ