আমার হাতে একটি ট্যাটু আকানো আছে যেটি আঁকানো হয়েছে এখান থেকে প্রায় এক বছর আগে এখন আমি এটি সম্পূর্ণভাবে মুছে ফেলতে চাই কিন্তু কোন উপায় পাচ্ছি না কিভাবে আমি একটি নির্মূল করে মুছে ফেলতে পারব দয়া করে অভিজ্ঞতার সাথে এবং বিষয়টি ভালোভাবে জেনে উত্তর দিবেন কারণ এটি খুব জরুরি একটি বিষয়!
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

লেসার রিমুভাল প্রযুক্তি

ট্যাটু স্থায়ী সিসা, তামা এবং ম্যাঙ্গানিজের মত ধাতুর মিশ্রিত পদার্থ দিয়ে তৈরি হয়। কিছু পরিমানে পারদও থাকে এটার মধ্যে। এই ধাতু গুলির কারনেই ট্যাটু স্থায়ী হয়ে যায়। তাই এটাকে মুছতে লেজার ব্যবহার সবথেকে ভালো বিকল্প। এই প্রক্রিয়াতে ট্যাটুর রং একেবারেই উঠে যায়। এটাতে কিউ সুইচ লেসার ব্যবহার করা হয়। বেশির ভাগ সময় মাল্টি কালারের থেকে এক কালারের ট্যাটু মোছা সহজ হয়। এই প্রক্রিয়ার সময় লেজার রশ্মি ত্বকের ভিতর পর্যন্ত গিয়ে ট্যাটুর স্থায়ীত্বকে শুকিয়ে দেয়।

আলাদা লেজারের দরকার

আলাদা আলাদা রঙের ট্যাটু মোছার জন্য আলাদা আলাদা লেজারের দরকার। যেমন কালো রঙ মোছার জন্য আমাদের ১০৬৪ এনএম লেজার দরকার পড়ে। এই কাজটি সুইচড এনডি ওয়াইজির মাধ্যমে করা হয়ে থাকে। এই রকম লাল রঙের ট্যাটু মোছার জন্য ৫৩২ এনএম রেডিও তরঙ্গ হওয়া দরকার। ট্যাটুর খুদ লেজার রশ্মি শুকিয়ে দেয়। এবং গরম হয়ে যায় এরপর আবার ছোট খুদ গুরি বিষ্ফোটিত হয়ে যায়। এই ছোট খুদ আমাদের শরীরের প্রতিরক্ষা তন্ত্রতে ধীরে ধীরে শুকিয়ে দেয়। এবং ট্যাটু মুছতে থাকে।

পরিণাম এবং উপকারিতা

ট্যাটু সম্পূর্ণ মোছার বিষয়ে বেশিরভাগ সময়ই ট্যাটু সম্পূর্ণ মুছে যায়। লেজার প্রক্রিয়াতে বেশী ব্যাথাও হয় না। ট্যাটু মোছার প্রক্রিয়া স্টিলড করা ক্রিমের প্রভাবে করা হয়। এতে রোগিকে প্রথমে ভর্তি হওয়ার দরকার পড়ে না। তবে ট্রিটমেন্টের পর কিছুটা ফোলা এবং লালাভাব আসতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা ঠিক হয়ে যায়।

লেসার প্রক্রিয়ার দাম

ট্যাটু করার থেকেও দামি এটাকে সরানো। প্রত্যেক অংশের দাম প্রায় ৩ থেকে ১০ হাজার টাকা। ট্যাটু বিশেষজ্ঞদের থেকেই মোছা উচিত। বিশেষজ্ঞের মাধ্যমে না করালে শরীরে দাগ থাকতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যেখান থেকে এই ট্যাটু টা কিনেছেন সেখানেই যোগাযোগ করুন।

এটাই উত্তম হবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ