একটি সার্থক বাক্য গঠনের জন্য তিনটি গুণ থাকা আবশ্যক।

  1. আকাঙ্খা:বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য এক পদ শোনার পর আরেক পদ শোনার ইচ্ছাকে আকাঙ্খা বলে।যেমন:"ছেলেরা ফুটবল______"আকাঙ্খার অভাবে এটি বাক্য হয়নি।
  2. আসত্তি:বাক্যের অর্থ বোঝার জন্য সুশৃঙ্খল পদের বিন্যাসকে আসত্তি বলে।যেমন:"খেলে ফুটবল ছেলেরা"আসত্তির অভাবে এটি বাক্য নয়।
  3. যোগ্যতা:বাক্যের ভিতরে পদসমূহের অর্থগত ও ভাবগত মিলকে যোগ্যতা বলে।যেমন:"চৈত্রের রোদে বন্যা হয়েছে"।এখানে,যোগ্যতার অভাব আছে।কারণ,চৈত্রের রোদে কখনো বন্যা হয় না,খরা হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ