শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

১। তরল হতে হবে। ২। দ্রবের অনু বা পরমানুগুলোকে দুর্বল সিগমা বন্ধন বা হাইড্রোজেন বন্ধনের মত কোন বন্ধন শক্তি দ্বারা পরিবেষ্টিত করার ক্ষমতা থাকতে হবে। ৩। সমস্বত্বভাবে দ্রব ধারন করার ক্ষমতা থাকতে হবে ৪। নির্দিষ্ট অনুপাতে নির্দিষ্ট পরিমান দ্রব ধারন করার ক্ষমতা থাকতে হবে। ৫। তাপমাত্রা বাড়াতে থাকলে নির্দিষ্ট তাপমাত্রার পর, দ্রব দ্রবীভূত হবার ক্ষমতা শেষ হতে হবে এবং তাপমাত্রা কমালে দ্রব পৃথকীকরন ক্ষমতা থাকতে হবে। যেমনঃ পানি, ফেনল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ