Porimolray

Call

মহাকাশের দুরত্ব অসীম। আর পৃথিবীও আমাদের তুলনায় অনেক বড় আর আমর অনেক ক্ষুদ্র তাই আমরা টের পাইনা এছাড়া মহাকর্ষ বলে পৃথিবী আমাদের আকর্ষন করছে। উদাহরন হিসেবে বলা যায় একটি ফুটবলের পৃষ্টে এটি পিপড়া থাকলে তার সাপেক্ষে যেমন বলটিকে সর্বদাই সমতল মনে হব।তেমনি ছিটকে যাওয়ার ভয় থাকে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করে৷ এজন্য ঢিল ছুড়লে মাটির দিকেই ফিরে আসে৷ এই আকর্ষণ শক্তির কারণেই পৃথিবী থেকে মানুষসহ কোন জিনিসই ছিটকে পড়ে না৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পৃথীবি তো এমন নয় যে,পৃথীবিতে কোন বল উপরে নিক্ষেপ করলে বলে লেগে থাকে মাটিতে যেমন পড়ে তেমনি আমরা মাটিতে পড়ব।মহাকাশ হচ্ছে অসীম।মহাকাশের ভুমি নেই।পৃথীবি মধ্যাকর্ষণ শক্তির টানে,তার নিজ অবস্হানে আছে।পৃথীবি থেকে কোনো কিছুকে শুন্যে ছুড়ে দিলে তা পৃথীবিতে ই ফিরে আসে। কিন্তু,পৃথীবে নিজেই শুন্য অবস্হায় আছে।পৃথীবির মতো মহাকাশের ভুমি নেই।যেখানে,আমরা পৃথীবি থেকে ছিটকে গিয় পড়ব।বরং পৃথীবিকে প্রতিটি দিক থেকে চাপ দাওয়ার ফলে পৃথীবি একটি নির্দিষ্ট অবস্হানে আছে।ফলে,পৃথীবি কোনো দিকে ছিটকে যায় না।যেমন পৃথীবি থেকে কোনো বল শুন্যে নিক্ষেপ করলে আবার বলটি ছিটকে পৃথীবিতে চলে আসে।তেমনিভাবে আমরাও পৃথীবি থেকে ছিটকে যাই না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ