পিথাগোরাসের সূত্র হলো সমকোণী ত্রিভুজের বেলায় a²+ b²= c² নিচে দেখানো বড় বর্গক্ষেত্রের আয়তন ভেতরের ছোট বর্গ ক্ষেত্রের আয়তন এবং চারটি সমকোণী ত্রিভুজের আয়তনের সমান । এখান থেকে পিথাগোরাসের সূত্রটি বের করে দেখাও??? Image and video hosting by TinyPic
শেয়ার করুন বন্ধুর সাথে

পুরো ক্ষেত্রটা একটা বর্গক্ষেত্র কারন এর প্রত্যেক কোণ সমকোণ এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য (a+b) আবার মাঝের বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য c। াুরো ক্ষেত্রটি চারটি ত্রিভুজের সমন্বয়ে গঠিত। সুতরাং, শর্তানুসারে, (a+b)2 = 4 X 1/2 X ab + c2 a2+2ab +b2= 2ab+c2 a2+b2=c২ (showed)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ