শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিজ্ঞানী স্যার আই জ্যাক নিউটন তিনটি সুত্র আবিস্কার করেন। এই সুত্র তিনটি কে গতির সুত্র বলা হয়। সুত্র তিনটি হচ্ছেঃ- (১) বাহিরে থেকে বল প্রয়োগ না করলে স্থিতিশীল বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে। (২) বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। (৩) প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ