আপনি play store থেকে Network Signal Speed Booster ইনস্টল করে দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

কোনোরকম অ্যাপ দিয়ে নেটওয়ার্ক স্পিড বাড়ানো যায় না, বরং অতিরিক্ত অ্যাপ ফোনের স্টোরেজ ফুল করে গতি কমিয়ে দেয়। তবে অন্যভাবে নেটওয়ার্ক স্পিড বাড়াতে পারবেন।যেমন: ওয়াইফাই ব্যবহার করতে পারেন।ব্রডব্যান্ড লাইন বাসার পাশে থাকলে লাগিয়ে নিন। গ্রামে হলে পকেট রাউটার কিনে সেটিতে সিম ঢুকিয়ে নেট চালান। আপনার বাসার পাশে যে সিমের নেটওয়ার্ট বেশি পায় সেটি ব্যবহার করতে পারেন। এছাড়া বেশি টাকার নেট প্যাকেজ কিনলে স্পিডও ভালো মানের পাবেন। বদ্ধ রুমে নেট বেশি পাবেন না, খোলামেলা পরিবেশে স্পিডও বেশি থাকবে,সেটা আপনিই জানেন। অহেতুক অ্যাপস্ /ফাইল ফোনে ঢুকাবেন না। এগুলো ফোনের নেট স্পিড বাড়াতে পারবে না বরং ক্ষতি করবে।

Talk Doctor Online in Bissoy App