প্রাচীন কালে অনেক নিষ্টুরতা ছিল।কোনো রাজ্য দখল করে রাজ্যের সকলকে গোল করে দাড় করিয়ে একজনের মাথা কেটে পরের জনকে রেখে এরপরের জনের মাথা কাটা হতো। এভাবে ঘুরে ঘুরে শেষে যে বাকি থাকত সেই বাচঁত। ধরা যাক আপনি এই নিষ্টুরতায় পরেছেন। সবমিলিয়ে 1000 জন। কত নম্বর লোক বাচঁবে??????
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথম বার মারা যাবে বিজোড় সংখ্যার সব গুলা মানুষ ।। জোড় সংখ্যার সবাই বেঁচে যাবে । সবশেষে মারা যাবে ৯৯৯ নাম্বার মানুষ ... এর পরে কি আবার মারা শুরু করবে ?? 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

৯৭৬ নম্বর লোক বেঁচে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArmanX

Call

512 নম্বর ব্যক্তি 

ব্যাখ্যা:--

  • লক্ষ করুন ,  1,2,3,4,5 এদের মধ্যে জীবিত সংখ্যা 4 
  •  আর উক্ত প্রশ্নের ক্ষেত্রে সূত্র হবে 4×2×2×.......যতক্ষন না 1000 হয় । 
  •  এখানে 4×2×2×2×2×2×2×2×2=1024 
  •  সুতরাং, একটা ×2 বাদ দিলে যে সংখ্যা । তাই হবে জীবিত সংখ্যা  4×2×2×2×2×2×2×2=512


  • নিয়ম / সূত্র পরিক্ষা করে দেখতে পারেন 


  • 1,2,3,4,5,6,7,8,9,10 
  • 2,4,6,8,10(একবার কেটে)
  • 4,8,10(2য় বার কেটে)
  • 8(3য় বার কেটে)
  • এখানে জীবিত সংখ্যা 8 
  • সূত্র মতে করলে 4×2×2=16
  • এখন ×2 কমিয়ে 4×2=8
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ