আমার সব সার্টিফিকেট এ মায়ের নাম একই,saheda akter. কিন্তু মায়ের nid te shaheda akter Chowdhury আমার nid teo সাহেদা আক্তার চৌধুরী এখন বিসিএস/সরকারি চাকুরীতে এটার জন্য সমস্যা হবে কিনা? যদি হয় তাহলে কি পরিবর্তন
Share with your friends
Call

এতে আপনার কোন সমস্যা হবে না,। আমার টাও এমন হয়েছে,। তখন আমি আমাদের বিদ্যালয়ের শিক্ষক কে জিজ্ঞ্যাসা করলে তিনি বলেন যে আমি যাতে আমার এই সার্টিফিকেট এর নাম দিয়েই সামনে এগিয়ে যাই। আর ওনি এটাও বলেছিলেন যে আমায়ের টার চাইতে বাবার টা বেশি কাজের। তাই আমি ব্যক্তিগত ভাবে আপনাকে বলবো যে আপনার এই নিয়ে কোন সমস্যা হবে না। এজন্য আমি বলবো আপনি আপনার সার্টিফিকেট দেখে তারপর আপনি আপনাফ nid card বানান

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

হ্যা সমস্যা হবে।কারন আপনার NID কার্ড এর সাথে আপনার সার্টিফিকেট মিল না থাকলে গ্রহন করবে না।

তাই আপনি আপনার NID এবং আপনার মায়ের NID কার্ডের নাম পরিবর্তন করুন আপনার সার্টিফিকেট দেখে।। 

Talk Doctor Online in Bissoy App