এসব কারণ ছাড়া উত্তর হাইড করা হয়েছে কেন ? আশা করি এগুলো পুণরায় খোলা হবে।হাইড করার কারণ গুলো বলবেন।1. http://www.bissoy.com/84734 2. http://www.bissoy.com/170133 3. http://www.bissoy.com/726611 4. http://www.bissoy.com/901468 5. http://www.bissoy.com/667379 ।আর গুলো বুঝলাম।৫ নাম্বারটা হাইড করা হয়েছে কেন ? আমিও Itel it5231 ব্যাবহার করি ও বই পড়ি।ভুলটা হিডেন না করে সঠিকটা হিডেন করা হয়েছে কেন?এসবগুলোর মধ্যে শুধু একটার কারণ না বললে আর উত্তরই দেব না।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার ২য় লিঙ্ক কাজ করে না। ২য় লিঙ্ক বাদে সবগুলোতেই দেখলাম লুকানোর যথাযত কারন আছে আপনি সবগুলো উত্তর দিয়েছেন পুরাতন প্রশ্নে এবং উত্তরের পুনরাবৃত্তি করেছেন এজন্য আপনার উত্তর লুকানো হয়েছে।পুরাতন প্রশ্নে উত্তর দিতে পারবেন না।তবে,কোন পুরাতন প্রশ্নে সঠিক উত্তর বা,কোন উত্তর না থাকলে তখন পুরাতন প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন।আশা করি বুঝেছেন।আর ৫ নাম্বার উত্তরটি প্রশ্ন মোতাবেক উত্তর হয় নি তিনি জাভা ফোনের কথা বলেছে আপনি অ্যান্ডোয়েড অ্যাপসের কথাও উল্লেখ করেছেন।বিস্ময়ে কোনন উত্তর অযথা লুকানো হয় না।দয়া করে বিস্ময়ের নীতিমালা পাতা পরিদর্শন করে আসুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ