কারনটা আপনার মানসিক দূর্বলতা। অপবিত্র অবস্থায় কোন ধর্মগ্রন্থ স্পর্শ করলে শরীর ঝাকি দিবে এমন কোন উদ্ভট শর্ত কোথাও নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইবনে উমর রাঃ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবেনা। (আল মুযামুল কাবীর ও সাগীরঃ ১৩২১৭. ১১৬২) হাদীসটি ইমাম তাবারানী (রহঃ) আল মুযামুল কাবীর এবং সাগীরে রেওয়ায়াত করেছেন। বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য। যখন অপবিত্র অবস্থায় কোনো ধর্ম বই স্পর্শ করেন তখন শরীর ঝাঁকি দেয় কিন্তু পবিত্র হলে হয়না। এর কারন হতে পারে উপরিউক্ত হাদিসে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শের নিষেধাজ্ঞার কারনে অন্তরে ভয় জাগ্রত হয়। যদিও ধর্ম বই কোরআনের কোন অংশ বিশেষ নয়। ইসলাম হচ্ছে এমন ধর্ম যে, যারাই একবার ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে। তাঁদের অন্তরে-ই আল্লাহর ভয় জন্ম লাভ করে। তাঁরা শুধু আল্লাহর কাছেই সম্মানিত নয়, বরং দুনিয়াতেও তারা সম্মানিত। [অপবিত্র অবস্থায় কোনো ধর্ম বই স্পর্শ করকে শরীর ঝাকি দেয় এর ব্যাখ্যা ইসলামে নেই]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ