বাংলাদেশে Botany ও Zoology এর চেয়ে Statistics সাবজেক্টের চাকুরির ক্ষেত্র বেশি। Statistics নিয়ে অনার্স করলে ব্যাংক,বীমা,অার্থিক প্রতিষ্ঠান,ব্যবসা প্রতিষ্ঠান,গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি চাকুরিতে অগ্রাধিকার পাবেন যা Botany ও Zoology নিয়ে পড়লে পাবেন না। প্রত্যেক উপজেলায় পরিসংখ্যানবিদের জন্য একটি পদ আছে। পরিসংখ্যানে পড়ে গুগুলে চাকুরি পাবার রেকর্ডও আছে। তাছাড়া পরিসংখ্যানে পড়লে ভাল টিউশনি পাবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে সিদ্ধান্ত অাপনার হাতে।

Talk Doctor Online in Bissoy App