পিয়াজের রস কি আসোলেই দারি গজাতে সাহায্য করে। তবে এটার সাথে কি অন্নো কিছু মিসাতে হবে। এটা ব্যবহারে কি ত্বকের কোন সমোস্য হবে কি। এটার ব্যবহারবিধিটা
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যা । পেয়াজের রস দাড়ি গজাতে সহাযতা করে ! একটি পেঁয়াজ কুচি কুচি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন অথবা ভালো করে পিষে ছাকনি দিয়ে ছেকে রস বের করুন। যে স্থানে চুল পড়ে কমে গেছে বা যেখানে নতুন চুল গজাতে চান সেখানটায় পেঁয়াজের রস লাগিয়ে কিছুক্ষন ম্যাসাজ করতে হবে। এটি ১৫-৩০ মিনিটে রাখুন। তারপর পানি দিয়ে দুয়ে নিন। সপ্তাহে ৩ বার এটি ব্যবহার করুন। দু-তিন মাসের মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন। পেঁয়াজের রসের সাথে তেল এক টেবিলচামচ পেঁয়াজের রসের সাথে পরিমান মত নারকেলের তেল পরিমান্মত অলিভ অয়েল মিশিয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিনবার এটি আপানার চুলে ব্যবহার করুন। আপনি যদি শুষ্ক মাথার ত্বকের অধিকারী হয়ে থাকেন তবে এটি খুব ভাল ফল দিবে। আর মুখে দাড়ি উটানোর জন্য পরিমান মত পেঁয়াজের রসের সাথে পরিমান মত অলিভ অইল অথবা ক্যাস্টর অয়েল মিশিয়ে মুখে ব্যবহার করতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহারে ভালো ফল পাওয়া যায় পেঁয়াজের রস চুল বা দাড়ি জন্য কেন উপকারী চুল প্রোটিন দিয়ে তৈরি, যা কেরাটিন থেকে শক্তি পায়। সালফারের অভাবে চুল পড়া বেড়ে যায়। পেঁয়াজের রসে আছে প্রচুর পরিমণে সালফার। ত্বকের যে স্থানে পেঁয়াজের রস লাগানো হয় সেখানে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে। এমনকি সালফার আপানার ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে নতুন দাড়ি চুল গজাতে সাহায্য করে। এতে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান আছে যা বিভিন্ন রোগ জীবাণু হতে রক্ষা করে। এটি সব ধরণের দাড়ী চুলের অধিকারীরাই ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ