Adjective, Adverb, pronoun, nun, ইত্যাদি আরো অনেক কিছু আছে আমি এগুলো চিনি না, এখন, কি করে চিন্তে পারি? একটু help করেন।
Share with your friends
SaponMolla

Call

আপনি মনোযোগ সহকারে ইংরেজি গ্রামার বই টা পড়েন, অবশ্যই শিখতে পারবেন, আর নিজে নিজে চেষ্টা করুন, সবচেয়ে ভালো হয় আপনি এই বিষয়ের একটা কুচিং সেন্টারে ভর্তি হয়ে যান, ভাল ফল পাবেন।

Talk Doctor Online in Bissoy App

আপনি নিজে নিজে চেষ্টা করেন। অথবা ভাল ভাবে বুঝার জন্য কুচিং পড়েন। আর গ্রামার বইটি বেশি বেশি পড়েন।

Talk Doctor Online in Bissoy App
Porimolray

Call

যেহেতু আপনার গ্রামারে প্রবলেম আর গ্রামারের বেসিক জিসিস গুলোতেই প্রবলেম তাই এ পর্যায়ে আপনি গ্রামার বই খুললেই বই দেখেই মাথা ব্যাথা শুরু হবে তাই আপনি "একক ভাবে একজন প্রাইভেট টিচারের কাছে শুরু থেকে পড়া শুরু করুন" তাহলে বেসিক কিছু শিখতে পারবেন। এর পাশাপাশি আপনাকে বাড়িতে প্রচুর পড়তে ও লিখতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি প্রথমে ক্লাশ সিক্স এর ইংরেজী বই ফলো করুন Parts Of Speach থেকে তারপর Pc Das এর বই ফলো করুন তাহলে শিখতে পারবেন ।কারন ক্লাশ সিক্সের বইয়ে বর্ননা সহজ আছে যা বুঝতে সবার সহজ হবে

Talk Doctor Online in Bissoy App