Call

মানুষের দ্বারা এক মুহূর্তে সব কিছুই করা সম্ভব না, এই কথাটা আপনাকে আগে ভালভাবে বুঝতে হবে। কারণ পড়তে পড়তে কিছু প্রব্লেম হতেই পারে। সব কিছু বুঝে নাও আসতে পারে। এতে হতাশ হয়ার কোনো দরকার নাই। আপনি যে বিষয়টা বুঝেন না সেটা লাল বা নীল কলম দিয়ে মার্কিং করে অথবা কোথাও লিখে রেখে দিতে পারেন। এটা তখন আপনার আশেপাশের যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে সমাধান করে নিতে পারেন। তা না হলে স্কুলের শিক্ষক তো আছেই! তাদের কাছ থেকেও সমাধান করে নিতে পারেন। আপনার যদি প্রাইভেট টিচার থাকে তাহলে আরো ভাল হয়।   যখন আপনি নিত্যদিনের প্রব্লেমগূলো এভাবে সমাধান করে নিবেন তখন এক সময় দেখবেন আর বিরক্ত লাগবে না। তখন শুধি ভুল বা প্রব্লেম খুঁজে বেড়াবেন। এটাই বাস্তব। তাই হতাশ না হয়ে এমনটাই করার চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি কম বুজেন তো কসিং পরুন। বড় ভাই, বড় আপা ওদের কাছে শিখুন। মিস করলে পিচিয়ে জাবেন। ওটা হয়ত আর পরবর্তীতে সিক্তে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিজের প্রতি আত্নাবিশ্বাস বাড়ান।আর যে বিষয়টি পারেন না সেটি প্রাইভেট পড়ে কিংবা অন্য উপায়ে জেনে নিন।তাহলে ভালো লাগবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি "Power of fucos for student by sandeep Maheshwai" এই Video টি দেখতে পারেন । আশা করি উপকৃত হবেন । যা YouTube এ সার্চ করলে পেয়ে যাবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যেগুলো বুঝতে পারবেন না, সেগুলো কোন এক অভিজ্ঞ শিক্ষকের কাজ থেকে বুঝে নিন। আর নিজে নিজে কেবল সেগুলো পড়ুন, সেগুলো আপনি বুঝতে পারেন। আর মাঝে মাঝে গল্পের বই পড়ুন, এতে আপনি বুঝতে পারবেন এবং আপনার পড়ার চাহিদা বাড়বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ