Jamiar

Call

না।   হালাল টাকা দিয়ে  হালাল আয় করলে হালাল টাকাই হবে কিন্তু আপনার ১হাজার টাকার মধ্যে ১০ টাকা হারাম হলে শুধু ১০ টাকাই হারাম হবে, যদি এই ১০ টাকা দিয়ে আয় করেন তাহলে সেই টাকা হারাম হবে। যেমন সুদের উপরে আবার  সুদ নেওয়া। সুদ নেওয়া হারাম আর ঐ হারাম থেকে আবারো হারাম টাকা নেওয়া

আর যদি ১ হাজার টাকা দিয়ে হারাম টাকা উপার্জন করেন তাহলে সব টাকাই হারাম হবে। যেমন, ১০০০ টাকা সুদ দিয়ে কিছু দিন পর ১৫০০ টাকা নেওয়া।


তাই হালাল টাকা দিয়ে হালাল টাকা উপার্জন করুন এতে হারাম টাকা থাকলে তা আপনার ব্যবসায় না লাগাই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ