KishanArabi

Call

আমার উত্তরটি যদিও প্রাসঙ্গিক বিষয়ে নয়, তারপরেও আপনার কাছে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। বাঙ্গালী মুসলিম নারীদের জন‍্য শাড়ি একটি মূল‍্যবান সম্পদ। যদিও শাড়ি পরলে দেহের বিভিন্ন আকর্ষণীয় অঙ্গ প্রকাশ পায় ও গঠন‌আকৃতি স্পষ্ট হয়ে উঠে। তবে বাসায় স্বামীর জন‍্য আকর্ষণীয় সাজ-সজ্জার পোশাক হিসেবে শাড়ি একটি আদর্শ ও কাংখিত পোশাক। শাড়িতে একজন নারীর যে আকর্ষণীয় সৌন্দর্য প্রকাশ পায় তা দেখার অধিকার শুধুমাত্র স্বামীর। অথচ বেশিরভাগ মহিলারাই শাড়ি বাসায় না পরে বিভিন্ন উপলক্ষ‍্য আর অনুষ্ঠানে শাড়ি পরে শতশত মানুষ তথা গায়রে মাহরাম পুরুষদেরকে সেটা দেখান। এর দ্বারা কঠিন গুনাহ হয়ে থাকে। অথচ এই শাড়ি পরা সাজসজ্জা ও সৌন্দর্য প্রাইভেসী বজায় রেখে স্বামীকে দেখালে ঈবাদাতের নেকী হত এবং দাম্পত‍্য জীবন মধুময় হতো।

তাই আপনার কাছে অনুরোধ, শাড়ি পরে কোন‌ও প্রোগ্রাম বা ফাংশন যাবেননা। বাসায় বা ঘরোয়া পরিবেশে শাড়ি পরার ক্ষেত্রে সাবধান হোন। কোনো গায়রে মাহরামের সামনে শাড়ি পরে যাবেননা।

মাহরামদের সামনে শাড়ি পরলে এমনভাবে পরুন যেন আটসাঁট না দেখায় এবং পেট-পিঠ কোমর সম্পূর্নভাবে আবৃত থাকে। শুধু স্বামীর সামনে নিজের শাড়ি পরা সৌন্দর্যের সবটুকু আবেদন মেলে ধরুন। সেখানে কোন‌ও রাখ-ঢাক রাখার প্রয়োজন নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

না সমস্যা হবে না। তবে ব্রা এমন ভাবে পড়বেন যাতে স্তনের সাথে ফিট হয় বেশি টাইট বা ঢিলে না হয়। সে ভাবে পড়বেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SaponMolla

Call

শাড়ি পড়ার সময় ব্লাউজের ভিতর ব্রা পড়লে কোন সমস্যা হবে না, যতোক্ষন না পযর্ন্ত আপনি আন ইজি মনে না করেন, এটা একান্ত আপনার রুচি সম্মত ব্যাপার, এর কোন ক্ষতিকর দিক নেই..।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শরীরে যত ঢিলেঢালা পোশাক পরিধান করা যায় ততই শরীরের জন্য উপকার। আপনি ব্লাউজের মধ্যে ব্রা পরিধানের ক্ষেত্রে ব্লাউজটা পাতলা কাপড়ের নিবেন এবং ব্রাটাও পাতলা হলে ভালো হয়। ফোম দ্বারা প্রটেকটেড না হলে ভালো হয়। কারণ মোটা কাপড় তাতে আবার ডাবল হওয়ার কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুকি থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

শাড়ীর পড়ার সময় ব্রাউজের নিচে ব্রা পড়াটা শ্রেয় একটা ব্যাপার যা আপনাকে ছোটখাটো অনেক কারন থেকে রক্ষা করবে। আর এখানে সমস্যা তখনই হবে যখন অধিক চাপ যুক্ত ব্রা পড়বেন অথাৎ আপনার বডির চেয়ে কম মাপের ব্রা পড়লেই সমস্যা হতে পারে।তাই স্বাভাবিক বা মাপ অনুযায়ী ব্রা পড়বেন আপাততো কোন প্রবলেম হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

না সমস্যা হবে না। আপনি ব্রা পরে স্বাচ্ছন্দ্যবোধ করলে পরতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

কি ধরনের সমস্যা বোঝাতে চেয়েছেন পরিষ্কার নয়। আপনি যদি ধর্মীয় দৃষ্টি কোন থেকে স্বচ্ছ ব্লাউজের ভিতর ব্রা পড়ার ব্যাপারে জানতে চান সেটা অবশ্যই করা যাবে না, আর যদি সৌন্দর্য রক্ষা করার জন্য সঠিকভাবে ব্রা পরলে কোন সমস্যা হবে কিনা জানতে চান তবে অবশ্যই পড়া যাবে সমস্যা নেই। আপনার সুন্দর জীবন কামনা করছি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে উত্তরটা আপনি নিজেই দিতে পারবেন যখন আপনি পরবেন। আমার মতে:ব্রা পড়াটা ভালো ব্লাউজের নিচে।তবে তা সল্প সময়ের জন্য।মানে কোথাও বেড়াতে গেলে একস্ট্রা ফিট থাকবেন। তবে বাসায় শুধু ব্লাউজ পরলেই হবে।কারণ দুই টা পড়লে কাজে  সমস্যা আর গরমে অতিরিক্ত অসস্তি।তবে স্বামী ব্যতীত অন্যদের সামনে ব্রা+ব্লাউজ পরার চেষ্টা করবেন।এতে সামাজিক,পারিবারিক,ব্যক্তিগত কোনো জায়গায় বিব্রত হবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ