শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

সিলিকন ডাই অক্সাইডে সিলিকন তার দুটি ইলেক্ট্রন দুটি অক্সিজেন পরমানুর  সাথে শেয়ার করে, গঠন চিত্রে দেখানো হয়েছে এবং অপর দুটি ইলেক্ট্রন দুটি সিলিকনের সাতে শেয়ার করে, পরের সিলিকন আবার তাদের দুটি ইলেক্ট্রন অক্সিজেন ও সিলিকনের সাথে শেয়ার করে বৃহৎ পলিমার অনু গঠন করে তাই এটি কঠিন ও বড় অনু কিন্তু কার্বন ডাই অক্সাইড এ কার্বন তার ৪ টি ইলেক্ট্রনই দুটি অক্সিজেনের সাথে শেয়ার করে এবং অক্সিজেনেরও যোজ্যতা দুই পুর্ন হয়ে যায় ফলে আর কারও সাথে শেয়ার করে না বলে একক অনু হিসাবে সরলরৈখিক ভাবে অবস্থান করে বলে এটি খুবই ছোট এবং গ্যাস আকারে বিরাজ করে। চিত্রে দেখানো হয়েছে। image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ