আমার ব্রণ কম ছিল।  একেবারে ভালো করার জন্য এক ডাক্তারের কাছ থেকে ঔষধ চাইলাম।  সে Qcin 300mg & মেলাসিন ক্রীম দিল (৩০দিনের জন্য) । এগুলো ব্যবহার শুরু করলাম । ১৫দিন এর মাথায় আরো বেশি হল সারা গাল ভরে গেল। ৩০দিন এর মাথায় একটু কমলো বাট লাল দাগ থেকে গেল , আবার গেলাম টারমিনা সিরাপ দিল & ডক্সিক্যাপ ১পাতা দিল। এগুলো শেষ করলাম + Clean & clear facewash ও ব্যবহার করতাম। এরপর ও ব্রণ কমার নামে খবর নাই। এরপর পাশের বাড়ির একজনের কাছে শুনলাম পেনভিক ঔষধ এর কথা। এরপর ব্যবহার শুরু করলাম (প্রতিদিন রাতে ১টা করে সেবন করতাম & পেনভিক ঔষধ গুরা করে নারকেল তেল & ই-ক্যাপ দিয়ে মিক্স করে গালে দেওয়া শুরু করলাম (facewash ব্যবহার বন্ধ করলাম & আর কোন ক্রীম ব্যবহার করতাম না দিনে ও রাতে)। কিছু দিনের মধ্যে ফল পেতে শুরু করলাম।  এখন নতুন করে কোন ব্রণ উঠছে না & আগের চেয়ে কম।  এখন ফেসে ব্রণের কালো দাগ আছে। এই কালো দাগ দূর করার জন্য কি ব্যবহার করতে পারি? ভাবতেছি   পেনভিক আর ১সপ্তাহ ব্যবহার করে এরপর Fona plus Gel টা ব্যবহার করবো নাকি? দাগ তোলার জন্য?  নাকি শুধু পেনভিক ব্যবহার করতেই থাকবো?  দয়া করে বলুন কালো দাগ দূর করার জন্য কোনটা ভালো হবে?  & ব্রণ কি সামনে আবার উঠতে পারে নাকি?  আমার ব্রণ মুক্ত ফেস চাই । এর অনেক আগে(১ বছর)  সাফী ও বেটনোভেট ব্যবহার করতাম। কিছুদিন ব্যবহার করলে কমতো & ছেড়ে দিলে আবার বেশি হত। এরকম করে ২-৩বছর কেটে গেল । বয়স -১৮বছর 
শেয়ার করুন বন্ধুর সাথে
fggcxd

Call

আপনি পেনভিকঔষধ খান। আপনি প্রতিদিন 8গ্লাস পানি পান করবেন। আপনি প্রতদিন 8-9ঘন্টা ঘুমাবেন। প্রতিদিন আপনি হিমালয়া নিম ফেসওয়াশ দিয়ে তিনবার মুখমন্ডল ধৌত করবেন। সবসময় পকেট টিস্যু দিয়ে মুখমন্ডল পরিষ্কার করবেন। আপনি কালো দাগে অযথা হাত দেবেন না। মুখে তৈল, ক্রিম কোনোকিছুই ব্যবহার করবেন না। প্রতি সপ্তাহে বালিশের কভার ধৌত করে দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ