আমার ২টা প্রশ্ন ছিল। প্লীজ সম্পূর্ণ প্রশ্ন পড়ে উত্তর দিলে উপকৃত হতাম। ১. আমার এ্যাপেন্ডিসাইটিজ অপারেশনের জন্য ডাক্তার আজকে অন্যান্ন টেস্টের সাথে ESR টেস্ট দিয়েছিল। আমার রেজাল্ট হলো 15mm (1 ঘন্টা পরে)। আমি একজন পুরুষ এবং আমার বয়স ৩৮ বছর। আমি জানতে চাচ্ছি ১৫এমএম কি আমার জন্য স্বাভাবিক নাকি অস্বাভাবিক? অস্বাভাবিক হলে কতটা সমস্যাপূর্ণ? ২. এপেন্ডিসাইটস অপারেশানের জন্য ডাক্তার বেরিয়াম এনেমা টেস্ট করতে বলেছেন। এপেন্ডিসাইটস অপারেশানের জন্য বেরিয়াম এনেমা টেস্ট করাটা কি স্বাভাবিক? আমি জানি এই টেস্ট কোলন ক্যান্সার, আইবিএস এসব কারনে দেওয়া হয়। আমার পায়খানার সাথে রক্ত পরেনা, ওজন দ্রুত কমছেনা. ঘুম ভেঙ্গে পায়খানা লাগেনা। তাহলে এই টেস্ট আমাকে কেন দেওয়া হলো। প্লীজ সম্পূর্ণ প্রশ্ন পড়ে উত্তর দিলে উপকৃত হতাম।
Share with your friends
Call

১. স্বাভাবিক আছে। চিন্তার কিছু নেই। আপনার এই বয়সে ESR এর পরিমাণ যদি ৩০ এর ওপরে থাকে প্রায় সময় তাহলে সেটি চিন্তার বিষয় হতো।  যেহেতু ৩০ এর নিচে আছে সেহেতু এটি স্বাভাবিক।  তবে, বিভিন্ন কারনে ESR এর পরিমাণ বাড়তে - কমতে পারে। . ২. স্বাভাবিক। ডাক্তার ভাল মনে করেই টেস্ট টি দিয়েছেন। এতে প্রায় পুরো পেঠ সম্পর্কে সাম্যক একটি ধারণা পাওয়া যাবে যা ডাক্তারের চিকিৎসা দিতে ভাল হবে । 

Talk Doctor Online in Bissoy App