Call

আসলে আযান কিছুক্ষন পর দিয়ে থাকে। যদি আপনি ওয়াক্ত  এর ভিতরে নিয়ত বাঁধেন। আর ওয়াক্ত শেষ হয় তবে আপনার নামায কাযা হবে না। আর যদি ওয়াক্ত শেষ হওয়ার পর নিয়ত বাঁধেন তবে তা কাযা হবে। এক্ষেত্রে আপনি নরমালিই নামায পড়ে নিন। আলাদা ভাবে কাযা পড়ার প্রয়োজন নাই। যখনি কোন ওয়াক্ত এর নামায ছুটে যায় তবে প্রথমে ওই নামায টি পড়ে তারপর পরের ওয়াক্ত পড়বেন। যদিও ওই ওয়াক্তের আযান দিয়ে দেয়।




এখন একটি বিষয় পরিস্কার বুঝে নিন যে- যখন আযান দেয় তখন ওয়াক্ত শুরু হয় না। আযান কিছুক্ষন পর এমন কি ঘন্টা খানিক পরও দেয়। তাই নামাযের একটি অ্যাপ মোবাইলে রাখুন। সেখানে ওয়াক্ত শুরুর সময় স্পষ্টাকারে পাবেন। একটি অ্যাপ সাজেষ্ট করছি। যেটিতে কোন বিজ্ঞাপন শো হবে না। পাঁচ ওয়াক্ত নামাযের সময় সূচী

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Namaj obossoi hobe. Tobe ta kaza namaj hishebei adai hobe.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ