Share with your friends
Ishitaafrin

Call

না।মুখের লালার মাধ্যমে HIV ভাইরাস ছড়ায় না।HIV ভাইরাস সাধারণত মানবদেহের কয়েকটি তরল পদার্থ যেমন:রক্ত,বীর্য,মায়ের বুকের দুধের মাধ্যমে ছড়ায়।

Talk Doctor Online in Bissoy App
Call

না। মুখের লালাতেও এইডসের জীবাণু থাকে। তবে তা থেকে এইডস হওয়ার সম্ভাবনা থাকেনা যদি লিপ কিস করতে গিয়ে ঠোঁট কেটে যায় এবং সেই রক্তে এইডসের জীবাণু থাকে তাহলে এইডস ছড়াতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Call

সরাসরি রক্ত বা যৌন নিঃসরণ শরীরে প্রবেশ না করলে এইচ আইভি সংক্রমনের সম্ভাবনা খুব কম । এইচ আইভি সংক্রমন ছোঁয়াচে নয় । এইচ আইভি যেসব উপায়ে ছড়ায় তা নিম্নরুপঃ ১) নারী পুরুষের অস্বাভাবিক ও অসামাজিক যৌন আচরন । ২) সংক্রমিত সিরিঞ্জ বা রক্ত গ্রহন করলে । ৩) সংক্রমিত মায়ের গর্ভে জন্মগ্রহনকারী শিশু । ইত্যাদি । সুতরাং মুখের লালার মাধ্যমে এইচ আইভি ছড়ায় না ।

Talk Doctor Online in Bissoy App
Call

HIV viras এর ঘনত্ব লালা, মুত্র এবং চোখের পানিতে কম থাকে। তাই এগুলোর মাধ্যমে HIVছড়ায় না বলে বিশেষজ্ঞরা মত দেন।  তবে ছড়াতেও পারে।

Talk Doctor Online in Bissoy App
Call

ছড়ানোর চান্স কম।  তবে লোক বিশেষে ছড়াতেও পারে। ডাক্তাররা এটাই বলে থাকেন

Talk Doctor Online in Bissoy App