Call

গাছ থেকে পরে অনেক দিন অসুস্থ থাকার পর মারা গেলে তিনি শহিদ কিভাবে? এটা ভূল কথা।।।গাছ থেকে পড়ার সাথে শহিদ হওয়ার সম্পর্ক নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোনো ব্যাক্তি গাছ থেকে পড়ে গিয়ে দীর্ঘ দিন অসুস্থতার পর মারা যায় তাহলে তিনি শহীদ হিসাবে গন্য হবেন না। শহীদ কারা দেখুন বিস্তারিতঃ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝনা। (সূরা বাকারা-১৫৩ যারা আল্লাহর রাহে লড়াই করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদেরকে মহাপুণ্য দান করব। (সূরা নিসা-৭৪) রাসুল (সাঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজ সম্পত্তি রক্ষায় নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি নিজ পরিবার রক্ষায় নিহত হয় সেও শহীদ। অথবা প্রাণ রক্ষায় কিংবা দ্বীন রক্ষায় নিহত হয় সে-ও শহীদ। হযরত জাবের বিন আতীক (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে। ১-মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। ২-পানিতে নিমজ্জিত শহীদ। ৩-শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ। ৪-পেটের রোগ মৃত্যুবরণকারী শহীদ। ৫-আগ্নিদগ্ধ ব্যক্তি শহীদ। ৬-যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায় সেও শহীদ। ৭-সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীও শহীদ। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ২৮২৯ থেকে সংগ্রহ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ