মোবাইলে কাজ করে প্রতিদিন আয় করুন ৫/৬ ডলার অনলাইন পিটিসি সাইট থেকে প্রথমেই বলে নেই টাকা উপার্জন করা কোন সহজ কাজ না এবং এ কথাটি অনলাইন এর ক্ষেত্রেও সমান ভাবে প্রযোজ্য। তাই এক ক্লিকে ১০০ ডলার জাতীয় অফার থেকে দুরে থাকুন। আজ আমি যে সাইটটির কথা বলবো সেটি পিটিসি সাইটগুলোর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় সাইটগুলোর মধ্যে একটি যার নাম ক্লিক্সসেন্স। এ সাইটটি বর্তমানে পিটিসি বাদ দিয়ে বিভিন্ন মাইক্রো জব, সার্ভে, অফার ও রেফারেল এর মাধ্যমে ডলার উপার্জনের সুযোগ করে দিচ্ছে। আপনি ভালভাবে কাজ করলে প্রতিদিন ৫/৬ ডলার আর আপনার কাজের গতি বেশি হলে আরও অনেক বেশি ( যত আপনি করতে পারবেন তত ) আয় করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজে লেগে থাকতে হবে । তাই কাজ করার ধৈর্য না থাকলে আর না আগানোই আপনার জন্য ভাল হবে। এই সাইটের আরেকটি সুবিধা হল বেশিরভাগ কাজ আপনি মোবাইল দিয়েই করতে পারবেন। আর কম্পিউটার দিয়ে তো সব কাজই করা যাবে । তো আর কথা না বাড়িয়ে কি করতে হবে তাই বলি। ১. প্রথমে https://csl.ink/48e4 এই লিংকে গিয়ে সাইন আপ করুন । তারপর আপনার ই মেইলে গিয়ে একাউন্টটি ভেরিফাই করে নিন। ২. এবার ক্লিক্সসেন্স এর মেনু বার এ যান । ওখানে Complete Task এ ক্লিক করুন । কিছু টাস্ক এর লিস্ট এবং ঐ কাজ এ কত ডলার পাবেন তার বর্ণনা দেখতে পাবেন । আপনার পছন্দমত একটি কাজ এর নামের ওপর ক্লিক করুন । এখানে এখন Figure Eight এর কাজ চলছে তাই আপনাকে Figure Eight এর সাইটে সাইন আপ করতে বলবে । সাইন আপ করে ই মেইল ভেরিফাই করুন। ৩. এবার আপনি কাজ করার জন্য প্রস্তুত । প্রথমেই কাজটি কিভাবে করতে হবে তা পড়ে নিন। এবার কাজটি শেষ করে সাবমিট করুন । প্রতিটি কাজ সফলভাবে শেষ করার ১/২ ঘন্টার মধ্যেই ঐ কাজের জন্য বরাদ্দ করা ডলার আপনার ক্লিক্সসেন্স একাউন্টে জমা হয়ে যাবে । কাজ করতে থাকুন আর ডলার জমাতে থাকুন। এবার আসি পেমেন্ট এর কথায় । Clixsense এ পেমেন্ট কয়েকটি মাধ্যমে দেয়া হয় তবে তাদের মধ্যে সবচেয়ে ভাল হল পেওনিয়ার। Payoneer Master Card এর মাধ্যমে বিশ্বের প্রায় সব দেশের এটিএম বুথেই টাকা তোলা যায় (বাংলাদেশ ও ভারত সহ ) । পেওনিয়ার এ কিভাবে টাকা আনবেন তা গুগল এ সার্চ দিয়ে যে কোন সময় জেনে নিতে পারবেন । ক্লিক্সসেন্স একাউন্টে ১০ ডলার হলে ডলার ইউথড্র করা যায় তবে পেওনিয়ার এ ২০ ডলার এর নিচে ইউথড্র করা যায় না । ক্লিক্সসেন্স এ সার্ভে ও রেফারেল দিয়েও আয় করতে পারবেন । ভবিষ্যতে আরও নতুন উপায় ও আসবে তাই দেরি না করে এই লিংকে https://csl.ink/48e4 গিয়ে সাইন আপ করে কাজ করা শুরু করে দিন। শুভকামনা রইল ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ