প্রায় ২মাস পূর্বে আমি গ্রামে গিয়েছিলাম।আর গ্রামে গিয়ে পুকুরে গোসল করার পর শহড়ে আসার পর আমার চুল্কানি হয়।আল্লাহর রহমতে মলম লাগানোর পরে অসুখটা সেরে যায়।তবে সারা শরিরেই কালো কালো দাগ বিদ্যমান।এখন মূল কথা হলো, এই বেশ কিছুদিন ধরে খেয়াল করছি আমার শরির হালকা গরম থাকে কারো সাথে হাত মিলালে বা গায়ে হাত দিলেই বলে আমার শরির নাকি গরম কিন্তু কেন?যার ফলে আমার এই তীব্র গরমেও তেমন গরম লাগছেনা এটা কি অসুখ?আর সুস্থতার উপায় কী? আমি সবসময় পাঞ্জাবি-পায়জামা/ট্রাউজার পরে থাকি আর গোসল ও মাঝে মাঝে সময়ের অভাবে ২/১দিন পর হয়..এখন আপনারাই সমাধান বলুন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মনে হচ্ছে আপনি খুব কম পানি পান করেন। বেশি করে পানি পান করুন।  পানি কম পান করলে শরীর গরম থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

শরীর গরম থকলে কিন্তু থামোমিটারে জ্বর না থাকলে ভয়ের কিছু নাই, বেশী পানি পান করুন, আর যদি শুধু হাত বা পা গরম থাকে তাহলে থাইরয়েড চেক করে দেখতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি ডাক্তার এর কাছে জান পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ