Call

শুধু চেক থাকলে তো হবে না।

একাউন্ট এ টাকা থাকতে হবে

তবেই তুলতে পারবেন।


চেক বই টা যার নামে 

তার স্বাক্ষর লাগবে।

কত টাকা উঠাবেন সে

এমাউন্ট বসাতে হবে।


আপনার স্বাক্ষর+ আপনার

ফোন নাম্বার লাগবে তবেই।

কেবল টাকা উঠানো সম্ভব 

হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার কাছে যে ব্যাংক এর চেক আছে সে ব্যাংকে চলে জান।।। তারাই বলে দিবে টাকা তোলার জন্য কি কি করতে হবে।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চেকে সকল প্রকার করনীয় দেয়া আছে। চেক বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন ধারক,বাহক, দাগকাটা চেক।প্রথমে তারিখ দিবেন,তারপর ধারক,বাহক অনুযায়ী নাম,টাকার পরিমান কথা এবং অঙ্কে,এর পর একাউন্ট হোল্ডারের সাক্ষর। চেকের অপর পাতাও সাক্ষর করতে হবে তিনটা।বেশি টাকা হলে টুকেন সহ দিতে হয়। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি চেক নিয়ে ব্যাংকে যান।কি কি করতে হবে তা ব্যাংকের কর্মকর্তারাই বলে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ