রাউটার এ কি সিম লাগাতে হয় ? আর কি কি লাগে PC তে Net Connect করতে ? আর দাম কত ? আর হা রাউটার এ কি hospot হয় , তারপর Phone এ Wifi Connent করে কি Net চালাতে পারবো ?
Share with your friends

নাহ।।রাউটার এ কোন সিম লাগাতে হয় নাহ।।সার্ভিস প্রোভাইডার থেকে দেওয়া আইডি,পাসওয়ার্ড আর ইনপুট  কেবল লাগে।।


যদি পিসি হয় তাহলে আপনার আলাদা একটি ওয়ারলেস ডিভাইস লাগবে।।দাম পড়বে ৫০০-৪০০০ টাকা(মান অনুযায়ী)..আরো কম দাম এও পেতে পারেন।।তবে আপনি রাউটার এর আউটপুট থেকে ক্যাবল তার টেনে ডিভাইস ছাড়া ও ওয়ারড কানেকশন নিতে পারেন।।ছোট একটা ক্যাবল রাউটার এর সাথে ফ্রি দেওয়া থাকে।।অথবা আপনি সার্ভিস প্রোভাইডার এর থেকে একটা করে নিতে পারেন।।ফ্রি ই দিবে আশা করি।।

Talk Doctor Online in Bissoy App