Call

কেন তিনি বঙ্গবন্ধু অর্থাৎ বঙ্গবন্ধু কেন সবার চেয়ে মহান সে কথাটাকেই বোঝানো হয়েছে। সুতরাং আপনাকে তাঁর যত গুণাবলি এবং কীর্তির কথা উল্লেখ করতে হবে।  রচনার শুরু করবেন একেবারে তাঁর জীবনের শুরু থেকে। শৈশবে এবং কৈশোরেও অন্যান্য সকলের চেয়ে তিনি কেন ভিন্ন ছিলেন সে কথা লিখবেন। এরপরে রাজনৈতিক জীবনে তাঁর আগমণ, অল্প সময়েই খ্যাতি অর্জনের কথাও লিখবেন।  তাঁর দূরদর্শীতা এবং দৃঢ় ব্যক্তিত্বের উল্লেখ করবেন। ৭ই মার্চের ভাষণে তাঁর অঙ্গারের কথাও তুলে ধরবেন। তাঁর বলিষ্ঠ কণ্ঠ কেন বাঙালির মুক্তির বাণী সে কথা বিশ্লেষণ করে তুলে ধরতে হবে।  বিশ্বাসঘাতকের হাতে তাঁর মৃত্যুর কথা অবশ্যই থাকতে হবে। স্বাধীন বাংলায় তাঁর কীর্তি গুছিয়ে লিখবেন। তাঁর চোখে বাংলাদেশ এবং তিনি থাকলে বাংলাদেশ কেমন হত সেটিও উল্লেখ করবেন। মোটকথা তাঁর জীবনের সকল ইতিবাচক দিকগুলি সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে।  আর হ্যাঁ, প্রতি পয়েন্টেই সম্ভব হলে কথার সাথে সংশ্লিষ্ট কবিতা তুলে দিবেন। তাঁর ব্যক্তিত্ব নিয়ে অনেক কবিতা আছে সেগুলি দিবেন এবং তাঁর মহান গুণগুলো নিয়ে ইংরেজি কবিতাগুলোও উল্লেখ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ