১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রথম বন্দি হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তিনি ১৯৭১ সালের ২৫ শে মার্চ তাকে পাক সেনারা গ্রেফতার করে নিয়ে যায় ।কারন তিনি ছিলেন বাংলার মানুষের প্রানের নেতা । তিনি বাংলার মানুষ এবং বাংলাদেশের জন্য বহুবার পাকিস্থান সরকারের বিরোধিত করেছেন, বিভিন্ন দফা জারি করেছেন,বহুবার কারাবাসও করেছেন, এছাড়া তিনি আওয়ামলীগ নামক দল গঠন করে বিপুল ভোটে জয় লাভ করেন । এই জয় লাভ পাকিস্থানি সরকার মেনে না নিলে তিনি বাংলার মানুষ কে ৭ই মার্চ স্বাধীনতা যুদ্ধে আহবান করেন । পাকিস্থানি সরকার এটা জেনে সামরিক আইন জারি করেন। আওয়ামলীগ কে নিষিদ্ধ ঘোষনা করেন ।এবং আওয়ামলীগের সকল নেতাদের গ্রেফতার করার নির্দেশ দেন । বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর শুরু করে বাঙ্গালীর উপর পৈচাশিক হামলা তবে বাঙ্গালীর দেশপ্রেম ও সাহসীকতার কাছে পিছু হাটতে বাদ্য হয় পাকিস্থানি সৈন্যগন ।পূর্ব বাংলা স্বাধিন হয়ে এর নাম হয় বাংলাদেশ । দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ০৮ ই জানুয়ারি তাকে মুক্তি দেয়া হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ