যৌন ক্ষেত্রে কোনও কাজ করে কিনা, বিস্তারিত জানতে চাই?????
Share with your friends
Call

মৃগী রোগ, ভয় পাওয়া, মাসিকের সময় দূর্বলতা, হাঁত পা কাঁপা, কোন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পূর্বে সংকোচজনিত টেনশন, কোন বিষয় নিয়ে চিন্তা করার কারণে ডায়রিয়া হওয়া ইত্যাদি ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুসারে হোমিওপ্যাথি চিকিৎসকগণ Argentum Nitricum প্রয়োগ করে থাকেন। তবে চিকিৎসকের কাছে স্বশরীরে উপস্থিত না হয়ে নিজে নিজে ঔষধ খাওয়া একেবারেই অনুচিৎ।

Talk Doctor Online in Bissoy App
Call

Argentum nitricum কার্যকারিতা: ভয় পেয়ে বা মাসিকের সময় মৃগীর আক্রমণ হলে তাতে আর্জেন্টাম নাইট্রিকাম ব্যবহার করা হয়। মৃগীর আক্রমণের কয়েক দিন অথবা কয়েক ঘণ্টা পূর্ব থেকেই চোখের তারা প্রসারিত হয়ে থাকে, আক্রমণের পরে রোগী খুবই অস্থির থাকে এবং তার হাত কাঁপতে থাকে, কঙ্কালসার, শিশুকে মনে হয় বৃদ্ধের মতো, জোরে হাঁটার ইচ্ছা, মিষ্টি জাতীয় খাবারের প্রতি ভীষণ লোভ ইত্যাদি। বড় কোন ঘটনার আগে টেনশান হতে থাকলে আর্জেন্টাম নাইট্রিকাম প্রয়োগ করা হয়। যেমন পরীক্ষা, ইন্টারভিউ, অনেক মানুষের সামনে বক্তৃতা দেওয়া, সামাজিক অনুষ্টানে যোগ দেওয়া। অাশাকরি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App