আমি ছোটবেলা থেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে খুব সহজেই দিক হারিয়ে ফেলি! দূর-দূরান্তের কথা বাদ দিন, এইতো আমাদের গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটা কোনাকুনি সড়কের মোড়ে গেলেই আমার পূর্ব-পশ্চিম- উত্তর-দক্ষিণ কেমন জানি এলোমেলো মনে হয়! আমি ওই জায়গা বছরের পর বছর ধরে চিনি। আমার আশে পাশে অনেকেই ওই জায়গায় যাওয়া-আসা করে, কিন্তু তারা স্বাভাবিকভাবেই দিক অনুভব করে। আমার ক্ষেত্রে কেন এমন হয়? দয়া করে উত্তর দিন।
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

দিকভ্রান্ত হুলে আর অন্যদের জিজ্ঞাসা করতে লজ্জা পেলে আপনি দুইটা কাজ করবেন।  + অই এলাকার মসজিদ ঘর খুজে দেখবেন + সুর্য্যের অবস্থান আর সময় খেয়াল করবেন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ