Call

সেটা একান্তই আপনার বেপার যে আপনি তাকে গ্রহন করতে পারবেন কি না otherwish সবার কাছে তা গ্রহন যোগ্য নাও হতে পারে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাইজান! ''আপনার'' স্ত্রী চার মাস ধরে পরকিয়ায় লিপ্ত, সে আপনার কথায় কি অবাধ্য?  আপনি আপনার সাধ্যানুযায়ী আপনার স্ত্রীকে বুঝান। তাকে হারাম ও শরীয়ত গর্হিত কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করুন। স্ত্রী যদি কখনো স্বামীর অবাধ্যতায় লিপ্ত হয় তাহলে স্বামী কি করবেন সেটার বর্ণনা মহান আল্লাহ কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলেনঃ আর যাদের ''স্ত্রীর'' মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সৎ উপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মত পরিস্থিতিরই আশঙ্কা কর, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত। [সুরা আন-নিসাঃ ৩৪-৩৫]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ