উঃ নিচে দেওয়া "টক ইংলিশ" লিংক থেকে টেন্স, সেন্টেন্স প্যাটার্ন, ফ্রেজাল ভার্ব এবং এগুলোকে ভাষায় ব্যবহার করতে শিখবেন।  "টক ইংলিশ" অনেক ভালো মানের ওয়েবসাইট। -https://www.talkenglish.com  -http://bdsob.com/শিক্ষা/বিবিসি-জানালা-বিনামূল্যে-ইংরেজি-ভাষা-শেখার-অনলাইন-কোর্স/ -https://www.rin.in -আপনি যদি ইংরেজীকে শুধুমাত্র ভাষা হিসেবে শিখতে চান তবে ব্যাকরণের গুরুত্ব কম। টেন্সের ক্ষত্রেও তাই। কারন, আপনি টেন্সের গঠন অনুযায়ী যখন একটি বিদেশী ভাষা বলতে যাবেন; তখন আপনার মাথার ভেতরে টেন্সের গঠনটাই ঘুরতে থাকবে এবং এটা আপানার ইংরেজীতে কথা বলার গতিকে কমিয়ে দেবে। এটা করলে মানুষ নিজেই নিজের বলা বক্যের ভূল ধরতেই ব্যস্ত থাকে। ভাষাটা আর শেখা হয়ে ওঠে না।  -আর শুধুমাত্র একারনেই অধিকাংশ মানুষ ১৬ বছরের স্কুলিং শেষে কোন সভা, সেমিনারে দুটো লাইন বলতে গিয়ে ভরকে যায়। ভাষাকে প্রাকৃতিকভাবে শেখাই সব থেকে শ্রেয়। -আমরা মাতৃভাষাকে ছোটবেলায় শুনে-বলা এই পদ্ধতিতে ভাষা শিখেছি। একটি শিশু প্রথমে ব্যাকরণের নিয়ম শিখে মাতৃভাষা শেখে না। সে প্রথমে একটি, দুটি শব্দকে শুনে এবং সেই শব্দটিকে আধো আধো উচ্চারণ করে। আমরা ইংরেজী ভাষার শব্দ, নিয়ম- কানুন শিখেছি শুধুমাত্র করা হয়নি তার ব্যবহার। -তাই আর দেরি কিসের! চলুন নেমে পড়ি মাঠে। -এখন থেকে আমরা ভাববো ইংরেজীতে, কথা বলবো ইংরেজীতে, এমনকি সপ্নও দেখবো ইংরেজীতে। সর্বপরি আমরা ইংরেজী না শেখা পর্যন্ত ইংরেজীতেই চিন্তা করব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ