শেয়ার করুন বন্ধুর সাথে

উঃ হাইকিং শব্দের অর্থ "উদ্দেশ্যমূলক ভ্রমন"। সংজ্ঞাঃ অজানাকে জানার উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক ভ্রমনকেই হাইকিং বলা হয়। রোভার স্কাউটের প্রতিষ্ঠাতা- লর্ড ব্যাটেন পাওয়েল অব গিলওয়েল ১৯০৮ সনে তার বই 'স্কাউটিং ফর বয়েজ' বইতে হাইকিং সম্পর্কে লিখেন।  বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 'রোভার স্কাউট' সদস্যদের হাইকিং ট্রেনিং করানো হয়। যেমন- সরকারী পলিটেকনিক। -এখানে রোভার সদস্যদের আগে ঠিক করে রাখা একটি অচেনা যায়গায় বিভিন্ন কোডিং, সাইন, চিন্হ, ইত্যাদির মাধ্যমে সেই যায়গায় পৌঁছাতে হয়। এটি অনেক আকর্ষনীয় একটি বিষয়। এতে করে তাদের তদন্ত ও আবিষ্কার করার মানষিকতা তৈরী হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ