Share with your friends
Meaning

Call

কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনে কোনো খালি কক্ষ পথ নেই যাতে পানির অণুর অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রদান করতে পারবে। তাই CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় সিলিকন পরমাণুতে খালি d কক্ষক থাকায় পানির অণুর অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রদান করতে পারে। তাই SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়।

Talk Doctor Online in Bissoy App