আমার প্রশ্ন হল আমি যখন  কাজের ভিতর যায় যেমন * কঠিন কোন অংক বুঝতে গেলে বা না বুঝলে বোঝার চেষ্টা করলে কেন এবং কি জন্য হল এই প্রশ্নের উত্তর খুজতে গেলে * আমি যখন প্রোগ্রামিং করি এবং তা কোন কারনে বুঝতে না পারলে বা অনেক সময় নিয়ে বিষটা নিয়ে বেশি বেশি ভাবলে এবং কেন হচ্ছে না কোথায় ভুল এই সব ব্যাপারর নিয়ে বেশি সময় ধরে ভাবলে এবং বেশিক্ষণ পড়লে যে সমস্যা গুলি হয় তা হল ভিতরে উত্তেজনা কাজ করে এবং প্রচন্ড মাথা ঘুরে  এত মাথা ঘোরে যে সব এলোমেলো হয়ে যায় তবে ঐ বিশ্লেষণ এর চিন্তা বাদ দিলে আস্তে আস্তে মাথা ঘোরা বন্ধ হয়ে যায় আর আমার সপ্ন আমি প্রোগ্রামিং শিখবো এবং প্রোগ্রামার হব কিন্তু কঠিন বিশয় নিয়ে ভাবলে যখন মাথা ঘোরে তখন মনে হয় আমার দ্বারা এটা বুঝি হবে না এটা মনে হয় মেধাবীদের জন্য আমার মাথায় মনে হয় গোবর ছাড়া কিছু না   আবার কোন কিছু পড়লে বেশ কিছু দিন পর তা ভুলে যায় এতটাই  ভুলে যায় মনে হয় এইটা যেন জীবনে প্রথম পড়তেছি আপনাদের সকলের কাছে আসা রইল বিষয় নিয়ে কিছু বলার জন্য এবং পেজ এর সকল মেম্বারদের ধন্যবাদ রইল
শেয়ার করুন বন্ধুর সাথে