আমি একটি প্রাইভেট ভার্সিটি থেকে ইইই-তে বিএসসি/গ্রাজুয়েশন কম্পিলিট করেছি। বর্তমানে, বিদেশে এমএসসি/মাষ্টার্স করার পরিকল্পনা নিচ্ছি এবং পরবর্তীতে বিদেশে জব করার ইচ্ছা আছে বা সুযোগ পেলে পরিবারসহ বিদেশে থাকতে চাই। আমি কী কী করতে পারি, কোন দেশে যেতে পারি এবং খরচ কত হতে পারে? সবার সহায়তা কামনা করছি.... আমি ২০১০ সালে এসএসসি পাস করেছি এবং ২০১৪ সালে ডিপ্লোমা কম্পিলিট করেছি। তারপরে, ২০১৮ সালে বিএসসি কম্পিলিট করেছি..... আমার রেজাল্ট, এসএসসি- ৪.৫৬ (৫.০০) ডিপ্লোমা - ২.৯৪ (৪.০০) বিএসসি - ৩.২৮ (৪.০০) কোন কোন দেশে যেতে পারব....কোন দেশে যেতে কী কোর্স করা লাগে??? IELTS স্কোর কত লাগবে??? কত খরচ হবে?? কী কী করতে হবে, প্রসেসটা জানতে চাই... সবার সহায়তা কামনা করছি....
শেয়ার করুন বন্ধুর সাথে