আমি একাদশ শ্রেণীর একজন ছাত্র। আমার ইচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করব। আমি শুনেছি যে সঠিক প্রস্তুতির অভাবে অনেক Goldent A+ পাওয়া students ও কখনো কখনো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় না। কিন্তু আমি চাই না আমার সাথে এ রকম কিছু হোক। আমি চাই আমার HSC এর পড়াশুনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। কিন্তু আমি জানি না আমায় কি করতে হবে। এখন আমার প্রশ্ন হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে??? অর্থাৎ কোন বিষয় থেকে কত% প্রশ্ন আসে বা এই ভর্তি পরীক্ষাগুলোর মানবন্টন কী রকম??? আমাকে A to Z জানাতে হবে???
শেয়ার করুন বন্ধুর সাথে