শেয়ার করুন বন্ধুর সাথে
MdAbuSaeed

Call

তীব্র এসিড ও ক্ষারের বিক্রিয়ায় তাপ ধ্রুব থাকে। কারণ এক্ষেত্রে একটি নির্দিষ্ট বিক্রিয়া ঘটে। বিক্রিয়াটি হলো: H+  + OH- > H২O   ∆H=-৫৭.৩৪kj সবক্ষেত্রেই একই বিক্রিয়া ঘটে বলে প্রশমন তাপ ধ্রুব থাকে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এসিড হিসেবে আমরা যেকোনো তীব্র এসিড নিই না কেন প্রতি ক্ষেত্রে সে হাইড্রোজেন আয়ন H+সরবারাহ করবে এবং ক্ষার হিসেবে যেকোনো তীব্র ক্ষার নিলে সেটি হাইড্রোক্সাইড OH-সরবরাহ করবে।অতঃপর এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে।1মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে।হিসাব করে দেখা গেছে 1 মোল পানি উৎপন্ন করার জন্য 57.34 KJ তাপ উৎপন্ন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ