হ্যা কুর আনে আছে।।। আল্লাহ তায়ালা বলেন ফাংকিহু মা তাবা লাকুম মিনান নিছাই মিন ছুলাছিন ওয়া রুবাইন অর্থাৎ আল্লাহ বলেন তোমরা বিবাহ করো যেই মহিলাকে তোমাদের ভালো লাগে এবং বিবাহ ৩টা চারটাও করতে পারবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আর তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিয়ে সম্পাদন কর এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্থ হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেনঃ আল্লাহ্‌ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সুরা নুরঃ ৩২) আয়াতের আ-ইয়া-মা শব্দটি أيّم এর বহুবচন। অর্থঃ প্রত্যেকটি এমন নর ও নারী, যার বিয়ে বর্তমান নেই। একেবারেই বিয়ে না করার কারণে হোক কিংবা বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু অথবা তালাকের কারণে হোক। এমন নর ও নারীদের বিয়ে সম্পাদনের জন্য তাদের অভিভাবকদেরকে আদেশ করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ