চুল সিল্ক ও পরিষ্কার রাখতে একজন মানুষের সপ্তাহে সাভাবিক ভাবে কয় বার Shampoo করা দরকার ?
Share with your friends
Call

সপ্তাহে ২ বার শ্যাম্পু  করা উচিত।

সাথে কন্ডিশনার ব্যাবহার করলে

চুল সিল্কি ও নরম হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

চুলকে সিল্কি রাখতে হলে সপ্তাহে কমপক্ষে ২ দিন শ্যাম্পু করতে হবে। ৪দিন করলে অবশ্য ভালো হয়। আর তেল দিতে হলে তেল হালকা গরম করে দিয়ে ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলতে হবে।  চুলে শ্যাম্পু অতিরিক্ত পরিমাণে না দিয়ে অল্প দিন। তারপরে হাতের মুঠিতে পানি নিয়ে ভালোভাবে রগড়ে, ঘষে পরিষ্কার করুন। এতে প্রচুর ফেনা হবে আর পরিষ্কারও বেশি হবে।  তবে অতিরিক্ত ডলাডলি বা অতিরিক্ত সময় চুল ভেজা অবস্থায় রাখবেন না। আর শ্যাম্পু গরম পানি দিয়ে না করে ঠাণ্ডা পানি দিয়ে করবেন। এসবের ফলে চুলের গোড়া নরম হয়ে চুল উঠতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Porimolray

Call

আপনি ক্লিয়ার মেন শ্যাম্পু সপ্তাহে সর্বোচ্চ ৩দিন ব্যবহার করবেন। আর শ্যাম্পু যাতে মুখ মন্ডলে না আসে কারন শ্যাম্পু মুখে লাগলে মুখের আদ্রতা নষ্ট করে ফেলবে ফলে ত্বক খসখসে হবে

Talk Doctor Online in Bissoy App