ফেসবুক গ্রুপ (Group) এর জন্য কিধরণের বা কি নাম দিলে খুব সহজেই জনপ্রিয় বা মেম্বার সংখ্যা বৃদ্ধি পাবে। ধরুন ২০০০+ ছাড়িয়ে যাবে।
Share with your friends
AKR

Call

"সুন্দর ভার্সেস সুন্দরী"এধরনের নাম দিয়ে গ্রুপ খুলতে পারেন।এ ধরনের নাম সাজেস্ট করছি এজন্য যে,ফেসবুকে আমার দেখা ছেলে ভার্সেস মেয়ে নামের একটা গ্রুপ আছে।এখানে পোষ্টগুলো ন্যাকামিতে ভরা।কিন্তু মেম্বার সংখ্যা অনেক।পোষ্টগুলোতে সবসময় কমেন্টে ভরপুর থাকে।সম্ভবত ছেলে মেয়েরা এসব খুব পছন্দ করে।আপনি যেহুতু অনেক মেম্বারওয়ালা গ্রুপ দরকার সেহুতু আপনি এই নাম,এই পদ্ধতি অনুসরন করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি গেমিং ওয়ার্ল্ড নিয়ে গ্রুপ খুলতে পারেন যেটিতে বিভিন্ন গেমের রিভিউ থাকবে। এসব অনেক গ্রুপ আছে, যেগুলোতে প্রচুর মেম্বার। 

আবার আপনি বইয়ের রিভিউ এবং সাহিত্য চর্চা নিয়ে 'বইপোকা' বা 'ক্যানভাস' এর মত গ্রুপ খুলতে পারেন। এসব গ্রুপে প্রচুর মেম্বার আছে। 

আর সবকিছু থাকবে এরকম গ্রুপ হতে পারে-

  • Fun Factory
  • Amader Bangladesh
  • Logical Kotha
Talk Doctor Online in Bissoy App