শেয়ার করুন বন্ধুর সাথে
AKR

Call

১.কম্পিউটারের সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠান্ডা করতে না পারলে এ ধরনের সমস্যা হতে পারে।সেক্ষেত্রে কম্পিউটারের পাওয়ার অফ করে কেসিং খুলে কুলিং ফ্যানটিকে ভালভাবে চেক করে প্রয়োজনে নতুন কুলিং ফ্যান স্থাপন করে নিন।কম্পিউটার চলাকালীন সিপিইউর পিছনে কেসিং এর ফ্যানটি ঘুরে কিনা তাও চেক করতে হবে। ভাইরাস থাকলেও এধরনের সমস্যা হয়।আপগ্রেড এন্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের প্রতিটি ড্রাইভ ক্লিন করে নিন।এছাড়া অনেক সময় নতুন সফটওয়্যার বা প্রোগাম লোড করার কারনেও এটি হতে পারে।সেক্ষেত্রে প্রোগ্রামটি আনইনস্টল করে দেখা যেতে পারে। ~ICT BOOK(9-10)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ