আমি ksa তে আছি প্রায় ৯ বছর ধরে। প্রবাস-জীবনের success আমার ভাগ্যে নায় বললেই চলে।কফিলের(sponsor) কাছে কাজ না থাকার কারণে দেড় বছর আগে আমাকে fainl exit দিয়ে দিছে।এর পর একজনের সাথে কাজ করেছি সে আমাকে বেতন দেয়নি।আর পরিবারের সবারও আমার উপর থেকে আস্তা উঠে গেছে।এখন আমার হাতেও কোন পয়সাকড়ি নায়। সৌদি আরবে যেভাবে ধরপাকড় চলতেছে আর বেশিদিন হয়তো টিকে থাকা যাবেনা।দেশে গেলে আমি বাড়ি যেতে পারবনা কারণ আমাকে এভাবে দেখে আমার আম্মা অসুস্থ হয়ে পরবেন।আবার আমি কোন graduated ছাত্রও ছিলাম না যে এখন আমার চাকরির অভাব হবেনা।আমি ২০০৬ এ কোনভাবে ssc পাশ করেছিলাম।ওকে দুঃখিত অনেক লম্বা হয়ে গেল।শেষ কথা,আমার কাছে কৃষিকাজ পছন্দনীয়।so আমাকে কোন মাছ কিংবা হাসের চাকরির সন্ধান দিতে পারলে উপক্রিত হতাম।sir আমার পরিচয় গোপন রাখিয়েন প্লিজ।


শেয়ার করুন বন্ধুর সাথে

কি ধরনের চাকরি চান,,, কৃষি বিভাগে তো অনেক চাকরি ই আছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ