ওটাতে অনেক ছবি ওগান ছিলো এখন ওগুলো ফেরত কিভাবে পাবো ...কেউ বুঝিয়ে বলুন??? বিঃদঃ আমার কোনো পিসি নাই তাই পিসি বাদে উপায়টা বলুন
শেয়ার করুন বন্ধুর সাথে
smsayem

Call

আপনি মোবাইল থেকে ডাটা রিকভারি সফটওয়ার ডাউনলোড করে ডাটা রিকভারি দিয়ে দেখতে পারেন।সব না হলেও অনেক কিছু রিকভারি পাওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি শুধু ছবিগুলো রিকোভার করতে সক্ষম হবেন । তার জন্যে আপনি DiskDigger এপটি ইন্সটল করুন । তারপর Scan এ ক্লিক করার পর এপটি আপনার মেমোরি থেকে ডিলেট হওয়া ছবিগুলো খুঁজবে । সব ছবি স্ক্যান হয়ে গেলে Recover অপশনে ক্লিক করে গ্যালারীতে সব ছবি পাঠিয়ে দেন । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এগুলো ফিরিয়ে আনার শুধু একটা উপায়ই আছে তা হলো - ডাটা রিকোভারি। ডিলিট হওয়া ফাইল ফিরে আনার জন্য এটি কার্যকরি। এরকম অনেক অ্যান্ড্রয়েড অ্যাপস আছে,কিন্তু সেসব অ্যাপ একদম ভুয়া। আপনি কোন কম্পিউটারের দোকানে গিয়ে ডাটা রিকোভারি দিয়ে নিন। এতে ১০০% কাজ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার সেট টা যদি রুট হয়ে থাকে তাহলে সম্বব না হলে অসম্ভব।। DiskDigger দিয়েও হবে না ।। রুট থাকলে DiskDigger কাজ করবে ।।। রুট না থাকলে করবে না ।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ