যেকোন subject এ Diploma করে BSC করার পর সেনাবাহিনীতে আফিসার পদে চাকরি করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সেনাবিহিনেতে যোগদানের জন্য ডিপ্লোমা করার প্রয়োজন নেই। যেকোনো বাহিনিতে যোগদান করার জন্য আপনার বয়স ১৮ থেকে ২২ বছর হতে হবে এবং শিক্ষাগত দিক থেকে জিপিএ ৫ পেতে হবে এইচএসসি এবং এসএসসি তে (শুধু এয়ার ফরসে জিপিএ ৪.০০ হলে হবে) । শারীরিক তথ্য ও সব কিছু বিস্তারিতঃ 

  1.  মিলিটারিঃ https://www.army.mil.bd/Officer 
  2. ন্যাভিঃ https://www.joinnavy.mil.bd/site/pageType/28/type/officer
  3. এয়ার ফরসঃ http://www.joinbangladeshairforce.mil.bd/index.php/main_controll/careers_jobs_baf?1=1&pagemenu=careers_jobs_baf&submenu=1

এইটুকু ছাড়া আপনি অফিসার পদে জগ দিতে পারবেন না। যেকোনো বড়/ভালো পদে যেতে হলে প্রথমে অফিসার হিসেবে জয়েন করতে হবে। আর যদি কোনো সাধারন পজিসনে চাকরি করতে ইচ্ছুক হন তবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে যোগদান করুন,  জিপিএ ৩.৫ পেলেই হবে এইচএসসি এবং এসএসসি তে।


এপ্লাই করার নিয়ম ও তথ্যঃ 

  1.  মিলিটারিঃ http://joinbangladesharmy.army.mil.bd/apply
  2. ন্যাভিঃhttps://www.joinnavy.mil.bd/site/pageType/28/type/officer
  3. এয়ার ফরসঃhttp://www.joinbangladeshairforce.mil.bd/index.php/main_controll/how_toapply?1=1&parent_id=1&chk=app

 

আর যদি অন্য পদ যেমন ইঞ্জিনিয়ার,ডাক্তার, উকিল  ও অন্যান্য পদে জগ দিতে চান তাহলে আপনার মিনিমাম সেকেন্ড ডিভিশন পেতে হবে সেই বিষয়ের অনার্সের ওপর। 



দেশ আমাদের সবকিছু। দেসের জন্য কাজ করতে চান শুনে খুব খুশি হলাম। আমিও ইঞ্জিনিয়ারিং শেষ করে এপ্লাই করবো ^_^ আশা করি এই তথ্য গুলি আপনার উপকার করবে। শুভ কামনা রইল :D 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি মেকানিক্যানিকাল ইনজিনিয়ারিং এ পোরতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

Electrical, Mechanical, Civil এ ডিল্পোমা করলে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ