চারটাতে বন্ধ করা হয়না কেন। প্রশ্নে কয়টি উত্তর আসলে তা বন্ধ করার অনুমতি দেওয়া হয়েছে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আসলে বেশি উত্তর বিস্ময়ে আলাও নয়। ৫ উপরে উত্তর হলে বন্ধ করা হয় কারণ- বেশি প্রশ্ন হলে অনেক ঝামেলা /বিশৃঙ্খলা হয় তাই বন্ধ করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিস্ময়ে ৫ টিরও বেশি উত্তর আসার সম্ভাবনা থাকলে সেই প্রশ্নটি বন্ধ করা হয়। যদি ৪ টাতেই উত্তর শেষ হয় তাহলে বন্ধ করা হয়না কিন্তু ৫ টি উত্তর হলে আরও উত্তরের আশঙ্কা থাকলে প্রশ্ন বন্ধ করা উচিত কারণ এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পাররে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে প্রশ্ন বন্ধ করার জন্য সুনির্দিষ্ট উত্তরের উল্লেখ নেই|বিস্ময়ের কোন রুলসে বলা নেই যে কতটি উত্তর আসলে প্রশ্ন বন্ধ করতে হবে| একটি প্রশ্নে একাধিক উত্তর আসতেই পারে|এক্ষেত্রে পাঁচটির বেশিও উত্তর আসতে পারে|যখন দেখি প্রশ্নানুযায়ী পারফেক্ট উত্তর এসে গেছে তার পরেও উত্তর আসাতেই আছে তখন আমরা বিশৃঙ্খলা এড়াতে প্রশ্ন বন্ধ করা থাকি| তবে পাঁচটি উত্তর আসলেই প্রশ্ন বন্ধ করে দিতে হবে এমনটি নয়|যদি দেখা যায় প্রশ্নানুযায়ী পাঁচটি উত্তরের মধ্যে পারফেক্ট উত্তর আসেনি সেক্ষেত্রে প্রশ্ন বন্ধ করা যাবে না| অনেক সময় সাধারণ সদস্যবৃন্দ প্রশ্ন বন্ধ করে থাকে|এক্ষেত্রে তাদেরকে অবশ্যই এ বিষয়টি আয়ত্বে রাখতে হবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ